রোয়াংছড়ি ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি অনিক ও সম্পাদক উমংনু

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ছাত্রলীগের পুরানো কমিটিকে বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটির সভাপতি হিসাবে অনিক তঞ্চঙ্গ্যা ও সাধারণ সম্পাদক উমংনু মারমাকে ১ বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫জুলাই) বান্দরবান জেলা ছাত্রলীগের কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

সূত্রে জানা গেছে, গঠনতন্ত্র অনুযায়ী পূর্বের গঠিত কমিটি নির্দিষ্ট সময় পার হওয়ায় উপজেলা শাখা ছাত্রলীগের সদস্যদের সন্মতিক্রমে আগামী দিনে ছাত্র সংগঠনটিকে গতিশীল করতে নতুন কমিটি ঘোষণা করেন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি মো: কাউছার সোহাগ।

NewsDetails_03

নতুন কমিটিতে যারা গুরুপ্তপূর্ণ পদ পেয়েছেন, সভাপতি পদে অনিক তঞ্চঙ্গ্যা,সাধারণ সম্পাদক পদে উমংনু মারমা, সহ সভাপতি অংসিংউ মারমা, নাভেদ ত্রিপুরা, নুমংউ মারমা,কলিন বম, সহ সাধারণ সম্পাদক মো: শফিকুর রহমান, শুভ জয় তঞ্চঙ্গ্যা,ক্যওয়াইমং মারমা, সাংগঠনিক সম্পাদক গুঙ্গঁাজলি ত্রিপুরা, শান্তা লাল তঞ্চঙ্গ্যা, থোয়াইসিংমং মারমা।

নতুন কমিটির ঘোষণা পরপরই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাজারে বিভিন্ন এলাকার ঘুরে বিনামূল্যের মাস্ক বিতরণ করেন।

আরও পড়ুন