রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

NewsDetails_01

রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করা হচ্ছে
বান্দরবানে রোয়াংছড়ি ১নং সদর ইউনিয়ন পরিষদের কর্তৃক আয়োজনে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা ২০১৮-১৯ অর্থ সালের ১ কোটি ৭৩ লক্ষ ৫২ হাজার টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টা আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর (ডিএফ) এলজিএসপি-৩,উজ্জ্বল বিকাশ ত্রিপুরা প্রমুখ। এসময় উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউপি সচিব উশৈমং মারমা সঞ্চালনায় বক্তারা রোয়াংছড়ি ইউনিয়ন এলাকার উন্নয়ন কার্যক্রম এডিপি,টিআর,কবিখা,কাবিটা,ভিজিডি,ভিজিএফ,এলজিএসপি সহ বিভিন্ন বাস্তবায়িত প্রকল্প ব্যাপারে আলোচনা করেন।
এদিকে আলেক্ষ্যং ইউনিয়ন পরিষরদে কর্তৃক আয়োজনে ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা ২০১৮-১৯ অর্থ সালের ১ কোটি ৪৮ লক্ষ টাকা বাজেট ঘোষণা করেন। এসময় অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: দিদারুল আলম। সভা সঞ্চালনা করেন ইউপি সচিব লিটন দাশগুপ্ত। এসময় স্থানীয় জনপ্রতিনিধি হেডম্যান,কারবারী,ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডের সকল সদস্য ও সদস্যা সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন