দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে এবার অব্যাহতি দেয়া হয়েছে রাঙামাটি জেলার লংগদু উপজেলা ছাত্রলীগের ৪ নেতাকে। এর আগে ২২ জুন উপ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় একই উপজেলার আওয়ামী লীগের ৩ নেতাকে অব্যাহতি দেয়া হয়।
জানা যায়, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারন সম্পাদক প্রকাশ চাকমা স্বাক্ষরিত মঙ্গলবার এক জরুরী প্রেস বিজ্ঞপ্তিতে মাইনীমুখ ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রাসেল, মাইনীমুখ ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, মাইনীমুখ ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি আফজাল হোসেন, লংগদু মডেল কলেজ ছাত্রলীগের সদস্য মনোয়ার হোসেনকে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে অব্যাহতি দেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,অব্যাহতি দেয়া এ চার নেতার যে কোন অপরাধ, অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডের জন্য রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ কোন দায়ভার গ্রহণ করবে না।