রাঙামাটির লংগদুতে বজ্রপাতে হেলাল হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হেলাল উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের রশিদপুর গ্রামের পান্না মুন্সির ছেলে।
স্থানীয়রা জানান, আজ সোমবার (৩ এপ্রিল) দুপুরে কালাপাকুজ্যার রশিদপুর বড় বিলে জাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় হেলাল বজ্রপাতে আহত হয়। পরে প্রতিবেশিরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকরা হেলাল হোসেনকে মৃত ঘোষনা করেন।
ইবনেসিনা হাসপাতালের চিকিৎসক মানসুরুর রহমান জানান, আজ দুপুর আনুমানিক আড়াইটার দিকে স্থানীয়রা বজ্রপাতের শিকার হেলাল হোসেনকে হাসপাতাল নিয়ে আসে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়।