রাঙামাটির লংগদু উপজেলার ইসলামাবাদ বাজারের পাশে মূল সড়কের কাছ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ওই নবজাতকের মরদেহ দেখতে পায় পথচারীরা। পরে লংগদু থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, আজ সকালে রাস্তা দিয়ে বাজারে যাওয়ার পথে বাচ্চাটিকে তারা মৃত অবস্থায় দেখতে পায়। পরে লংগদু থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নেয়।
স্থানীয় রাকিবুল ইসলাম বলেন, রাস্তা দিয়ে আসার সময় বাচ্চাটিকে দেখতে পাই। এতো ছোট্ট একটা ছেলেকে এভাবে ফেলে দেওয়া সুস্থ মানুষের কাজ হতে পারে না।
পুলিশ সূত্রে জানা যায়, লংগদু থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসল তথ্য বের করা হবে।