লংগদুতে ৩শ জনের বিরুদ্ধে আরো একটি মামলা

NewsDetails_01

রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বসত ঘর পুড়েছে
রাঙামাটির লংগদুতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৯৮ জনের নাম উল্লেখ করে ৩শ জনের বিরুদ্ধে মামলা করেছেন লংগদুর ক্ষতিগ্রস্থ কিশোর চাকমা। রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: সাফিউল সারোয়ার জানান, শনিবার রাতে লংগদু থানায় কিশোর চাকমা বাদী হয়ে এ মামলাটি করেন। এর আগে ২ জুন লংগদু থানায় পুলিশ বাদী হয়ে ৩শ জনের বিরুদ্ধে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
উল্লেখ্য,গত ১জুন রাঙামাটির লংগদু উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, মোটর সাইকেল চালক মোহাম্মদ নয়ন এর (২৭) মরদেহ খাগড়াছড়ির দীঘিনালার চার মাইল এলাকায় পাওয়া গেলে গত ২জুন সকাল থেকে লংগদু উপজেলায় উত্তেজনার পাশাপাশি আদিবাসীদের ২শতাধিক বাড়িঘর আগুনে পুড়িয়ে দেবার ঘটনা ঘটে।

আরও পড়ুন