লংগদুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির

NewsDetails_01

রাঙামাটিতে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
রাঙামাটি জেলার লংগদুতে হত্যা,হামলা ও অগ্নিসংযোগের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবী জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।শুক্রবার সকালে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে লংগদু ঘটনার সার্বিক পরিস্থিতি নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবী জানান।তিনি বলেন, এটা কোন সাধারন ঘটনা নয় এ ঘটনার পেছনে এবং এটাকে নিয়ে অনেক কিছু হবে।বিচারবিভাগীয় তদন্ত যদি হয় তাহলে সবকিছু এসে যাবে তদন্তের মধে এবং তদন্তের উপর জনগনের উপর বিশ্বাস থাকবে। তিনি অভিযোগ করে বলেন, লংগদু ঘটনায় বিএনপি সহায়ক ভুমিকা পালন করা এবং লংগদু পরিদশর্নের জন্য রাঙামাটি আসলেও প্রশাসনের অসহযোগিতার আমরা লংগদুতে যেতে পারেনি। কারন প্রশাসন যখন বলে আপনারা যেতে পারেন কিন্তু এর দায় দায়িত্ব আমরা নিতে পারবো না। নোমান বলেন, লংগদুর সাধারন মানুষ এখন গ্রেফতার আতংকে পলাতক রয়েছে।তিনি বলেন,এখানে গত বিশকিছু দিন ধরে এখানে ৮ টি হত্যাকান্ড হয়েছে সবগুলো একই ধরনের হত্যাকান্ড।এ ব্যাপারে পুলিশ প্রশাসন এবং প্রশাসনের একটি দায়িত্ব আছে কিভাবে এ সমস্যার সমাধারন করবে।
আব্দুল্লাহ আল নোমান বলেন, লংগদুর পাহাড়ীরা এখনও বিভিন্নভাবে পলায়নরত আছেন।এখানে পাহাড়ী-বাঙালী সাম্প্রদায়িক সম্মিলন লাগবে না হলে এলাকা কখনও শান্তি হবে না বলে তিনি জানান। সাংবাদিক সম্মেলনে বিএনপি চেযারপার্সনের উপদেষ্টা সুকোমল বড়–য়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম,কেন্দ্রীয় উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল মনীষ দেওয়ান, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এড,দীপনে দেওয়ান জো বিএনপির সভাপতি মো: শাহ আলম,সাধারন সম্পাদক দীপূ তালুকদার।

আরও পড়ুন