লকডাউনে মাঠে থাকবে সশস্ত্রবাহিনী

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশব‌্যাপী সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। লকডাউন কার্যকরে আগামী ৭ দিন সশস্ত্রবাহিনী দায়িত্ব পালন করবে।

আজ বুধবার (৩১ জুন) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে আরোপিত বিধি নিষেধ বাস্তবায়নের জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।

NewsDetails_03

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ বলছে,‘লকডাউন’ বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সূত্র জানায়, কাল বৃহস্পতিবার থেকে আপাতত সাত দিন সর্বাত্মক লকডাউন। পরবর্তীতে বিধিনিষেধের সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করে আজ বুধবার (৩০ জুন) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন