লকডাউন নেই তবুও বান্দরবান শহরের মাছ বাজার বন্ধ !

NewsDetails_01

বান্দরবান জেলা শহরে ২১ দিন লকডাউন শেষে মাছ বাজারে ব্যবসায়ীদের দেখা নেই, ফলে ভোগান্তিতে স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকে মাছ বাজারে ব্যবসার অনুমতি না পেয়ে মাছ বাজারের ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তাই বান্দরবান শহরে মাছের বাজারে নেই কোন মাছ, ফলে ব্যবসায়ীদেরও দেখা নেই।

বান্দরবান শহরের বাসিন্দা এড. আমিনউল্লাহ বিপ্লব ফেসবুকে লিখেন, মাছে ভাতে বাঙ্গালী, মাছবিহীন বান্দররবাবাসী। এর কারণ কি? কোভিড ১৯- কি ওখানেই (মাছ বাজারে) কারখানা গড়েছে না কি?

NewsDetails_03

মাছ কিনতে আসা সাইফুল ইসলাম জানান, গতকাল গিয়েছিলাম মাছ কিনতে, আজ গেলাম বাজারে তবে কোন মাছ পেলাম না, শহরের মধ্য কোন মাছ ব্যবসায়ী মাছ নিয়ে আসছেন না, তাদের কোন দেখা নেই।

বান্দরবান পৌর মাছ ব্যাবসায়ী বহুমূখী সমিতির আবু তাহের বলেন, প্রশাসনের পক্ষ থেকে কোন অনুমতি না পাওয়ার কারণে মাছের দোকান গুলো বন্ধ রেখেছি।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাছ বাজার কোন মাছ ব্রিক্রি না করতে, তবে পাড়ায় মহল্লায় মাছ ব্রিক্রি করতে গেলে এই করোনার মহামারীতে লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে। তাই আমরা মাছের দোকান গুলো বন্ধ রেখেছি। আমরা প্রশাসন এর সু নজর কামনা করছি।

আরও পড়ুন