লক্ষীছড়িতে ইউপিডিএফ নেতা আটক

NewsDetails_01

খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার যতীন্দ্র কার্বারী পাড়া এলাকা থেকে বুধবার ভোর রাতে অমর বিকাশ চাকমা নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।
নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, চেংগীমুখ এলাকায় সশস্ত্র এক যুবক অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে লক্ষীছড়ি জোনের ক্যাপ্টেন আল-মেহেদী মল্লিক’র নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায় এবং তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান, ৪ রাউন্ড গুলি, নগদ ১৯ হাজার ৭’শ ১০ টাকাসহ ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অমর বিকাশ চাকমা রাঙ্গামাটির নানিয়ার চর উপজেলার জগন্নাতলির তপনিয়া চাকমার ছেলে ও লক্ষীছড়ি উপজেলার ইউপিডিএফ এর সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানান লক্ষীছড়ি থানার ওসি কর্মকর্তা মো. আরিফ ইকবাল। তিনি জানান, তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে মামলা দায়েরে করা হয়েছে এবং কাল (বৃহস্পতিবার) আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন