লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সজীব হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি বিক্ষোভ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সৌরভ হোসেন সজিব হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে শোক পদযাত্রা পালন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন। তবে গত মঙ্গলবারের সহিংস সংঘাতের জেরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কলাবাগানস্থ সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া’র বাড়ি থেকে ভাঙাব্রীজ এলাকাতেই শোকযাত্রায় সীমাবদ্ধ ছিলেন। কড়া পুলিশ পাহারার মধ্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই কর্মসূচি শেষ করা হয়।
এসময় জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া, জেলা বিএনপি’র সহ-সভাপতি কংচাইরী মাস্টার, জেলা বিএনপি’র যুগ্ম-সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব এবং জেলা কৃষক দলের সা. সম্পাদক বিদর্শী বড়ুয়াসহ বিপুল সঙখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।