লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সজীব হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি বিক্ষোভ

NewsDetails_01

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সৌরভ হোসেন সজিব হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে শোক পদযাত্রা পালন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন। তবে গত মঙ্গলবারের সহিংস সংঘাতের জেরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কলাবাগানস্থ সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া’র বাড়ি থেকে ভাঙাব্রীজ এলাকাতেই শোকযাত্রায় সীমাবদ্ধ ছিলেন। কড়া পুলিশ পাহারার মধ্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই কর্মসূচি শেষ করা হয়।

NewsDetails_03

এসময় জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া, জেলা বিএনপি’র সহ-সভাপতি কংচাইরী মাস্টার, জেলা বিএনপি’র যুগ্ম-সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব এবং জেলা কৃষক দলের সা. সম্পাদক বিদর্শী বড়ুয়াসহ বিপুল সঙখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন