বান্দরবান জেলার লামা উপজেলায় গভীর রাতে একটি আধা পাঁকা বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পৌরসভা এলাকার লাইনঝিরি কলেজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করেন বসতঘর মালিক ওসমান গনি দুলাল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লাইনঝিরি কলেজ পাড়ায় ওসমান গনি দুলাল’র একটি আধা পাকা ঘর রয়েছে। নাজমা নামের এক নারী সে বাসায় ভাড়া থাকতেন। গত শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ ঘরের এক পাশ থেকে হঠাৎ আগুন জ্বলে উঠে। মুহুর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা পৌনে ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। রবিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াকে ত্রাণ সামগ্রী প্রদান করেন, নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রুপায়ন দেব।

ক্ষতিগ্রস্ত ওসমান গনি দুলাল বলেন, দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারণে ঘরের কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এতে ভাড়াটিয়া সহ আমার ১০ লাখ টাকার ক্ষতি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র লামা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে। আগুনে বসতঘর মালিক ও ভাড়াটিয়ার আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হতে পারে।