লামায় আমন চাষের প্রণোদনার সার ও বীজ পেল ৮০০ জন কৃষক
বান্দরবান জেলার লামা উপজেলায় আমন চাষের জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে।

উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ২০২২-২০২৩ অর্থবছরে রোপা আমন/২০২৩-২৪ মৌসুমে উফশী আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব প্রদানের উদ্যোগ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দেওয়া হয় প্রতিজন কৃষককে সর্বোচ্চ এক বিঘা জমিতে ধান চাষের জন্য ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
এ উপলক্ষে স্থানীয় টাউন হলে আজ মঙ্গলবার দুপুরে উদ্ভোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা ও মিন্টু কুমার সেন, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া ও উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অভিজিৎ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।