বান্দরবানের লামা উপজেলায় ইজিবাইক উল্টে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম আনাজল হক প্রকাশ মেহেরাজ (৫৫)। আজ মঙ্গলবার বিকেলে লামা-ফাঁসিয়াখালী সড়কের ভিউপয়েন্ট কিছুক্ষণ এলাকায় এ দূূর্ঘটনাটি ঘটে। নিহত মেহেরাজ লামা পৌর এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দা মেরাতল হকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে মেহেরাজ ইজিবাইক যোগে ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা পর্যটন এলাকা থেকে লামা পৌর এলাকায় যাচ্ছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা মেহেরাজ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে নেওয়ার পথে সে মারা যান।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেযা হবে।