লামায় করোনায় আক্রান্ত ১ শিক্ষার্থী

ফের বাড়ছে সংক্রামন

দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এ ধারাবাহিকতায় বান্দরবান জেলার লামা উপজেলায় সাদিয়া আক্তার (২৭) নামে এক শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বান্দরবান সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

NewsDetails_03

গত মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। উপজেলায় এই প্রথম কোন ব্যক্তি করোনা ভাইরাস-এ আক্রান্ত হন। সাদিয়া আক্তার লামা পৌরসভা এলাকার নয়াপাড়ার বাসিন্দা মুজিবুর রহমান মেয়ে।

তিনি বলেন, গত মঙ্গলবার সকালে সাদিয়া আক্তার স্বাভাবিক অবস্থায় লামা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানের পরীক্ষায় তার করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। তবে আশঙ্কাজনক না হওয়ায় তাকে প্রাথমিকভাবে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকের পরিচর্যায় বাসায় আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত।

আরও পড়ুন