লামায় ‘কার্প জাতীয় মাছের মিশ্র চাষ’ বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

বান্দরবান জেলার লামা উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন’ প্রকল্পের আওতায় কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

এতে মাছ চাষের উপর বিস্তারিত ধারণা দেন বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, প্রকল্পের উপ-পরিচালক মামুনুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন সুফলভোগী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

শেষে মৎস্য চাষ সম্পর্কে বাস্তবিক জ্ঞান আহরণের জন্য প্রশিক্ষনার্থীদের নিয়ে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকার ইলিয়াছের মৎস্য হ্যাচারি পরিদর্শনের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় করা হয় বলে জানান, মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ।

আরও পড়ুন