লামায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরা পরিবারের পাশে বিএনপি’র সাধারণ সম্পাদক থোয়াইনু
বান্দরবান জেলার লামা উপজেলায় সংঘঠিত এক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে ত্রাণ দিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র সাধারণ সম্পাদক থোয়াইনু অং চৌধুরী।
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’-চির সত্য এ প্রবাদকে ধারণ করে গত বৃহস্পতিবার বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত এসব মানুষের হাতে তুলে দেন নগদ টাকা, ৫০টি কম্বল, ৪০জন শিশু ও ২৫ জন বয়স্ক নারীর জন্য শীতের কাপড়।

উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়া ত্রিপুরা পল্লীতে গত ২৫ ডিসেম্বর রাতে সংঘঠিত অগ্নিকান্ডের ক্ষতস্থান পরিদর্শন শেষে ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ত্রাণ তুলে দেন তিনি।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সহ সভাপতি বিনয় ত্রিুপুরা, চেয়ারম্যানের সহ-ধর্মীনি ডনুচি মার্মা, ইঞ্জিনিয়ার উপাথোয়াই মার্মা ও পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু মং মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণ তুলে দেওয়ার সময় থোয়াইনু অং চৌধুরী বলেন, অগ্নিকান্ডে যে বিশাল ক্ষতি হয়েছে, তা পূরণ করা সম্ভব নয়। তবে দুঃসময়ের সম্বল হিসেবে এই ত্রাণ সামগ্রী।