লামায় খালেদা জিয়ার জন্ম দিবস পালন

NewsDetails_01

দীর্ঘ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম দিবস পালন করেছে বান্দরবান জেলার লামা উপজেলা ও পৌরসভা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

NewsDetails_03

আজ শুক্রবার বিকেলে লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে এক আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির একাংশ সভাপতি মো. আমির হোসেন।

এতে উপজেলা বিএনপির একাংশের সহ সভাপতি রবিউল হোসেন ভুইয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক আবু তাহের মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন বাহার, পৌর শ্রমিক দলের সভাপতি আবদুল বেলাল, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিক ও যুগ্ন আহবায়ক সুলতান আকবর মোমিন. উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো. মিরাজ প্রমুখ বক্তব্য রাখেন। এতে শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন