লামায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন বান্দরবান জেলার লামা উপজেলা শাখার নেতা কর্মীরা। এ উপলক্ষে গত সোমবার দুপুরে দেড় শতাধিক নেতা কর্মীর সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে পৌরসভা এলাকা ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের লামা উপজেলা শাখার সাবেক সভাপতি জোসনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা শাখার (একাংশ) সভাপতি মো. আমির হোসেন।
এতে উপজেলা বিএনপি’র (একাংশ) সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী প্রধান বক্তা ছিলেন। আলোচনায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু তাাহের মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য ওমর ফারুক, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিক, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম তুহিন, শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোাসেন বাহার, উপজেলা তাঁতী দলের সভাপতি ফজর আলী প্রমুখ অতিথি ছিলেন। শেষে কেট কেটে নেতা কর্মীদের মুখে তুলে দেন প্রধান অতিথি আমির হোসেন।