আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাংগঠনকে নির্বাচনমুখী শক্তিশালী সংগঠনে পরিণত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে লামা গেষ্ট হাউজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াই চিং মারমা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ।

সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান,জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,সাদেক হোসেন চৌধুরী, বান্দরবান জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক প্রশান্ত বড়ুয়া, সদস্য সুগত প্রিয় বড়ুয়া, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জহিরুল ইসলাম।
দিনব্যাপী মত বিনিময় সভায় ৯ টি সাংগঠনিক ইউনিয়নের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও সাংগঠনিক চিত্র তুলে ধরেন।