লামায় ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে জমি চাষের ট্রাক্টরের চাপায় আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের আবেদ আলীর ছেলে।

NewsDetails_03

আব্দুল্লাহ’র বাবা আবেদ আলী বলেন, আমার ছেলে বাড়িতে ছিল। মাস্টার মহসিন আমার ছেলেকে ডেকে নিয়ে গেলে ট্রাক্টর চাপা পড়ে সে মারা যায়।

এ নিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামীম শেখ জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে, এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন