লামায় ডাকাতি প্রস্তুতি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

NewsDetails_01

বান্দরবান জেলার লামা উপজেলায় ডাকাতি প্রস্তুতি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ও অপর একটি ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত মংএ থোয়াই প্রকাশ অংখই মার্মা (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার লামা সদর ইউনিয়নের মেরাখোলা মার্মা পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মংএ থোয়াই প্রকাশ অংখই মার্মা মেরাখোলা মার্মা পাড়ার বাসিন্দা উবোরাইগ্য মার্মার ছেলে।

NewsDetails_03

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে মেরাখোলা এলাকার মার্মা পাড়ায় অভিযান চালায় লামা থানা পুলিশ। এ সময় ডাকাতি প্রস্তুতি মামলায় সাজাপ্রাপ্ত মংএ থোয়াই প্রকাশ অংখই মার্ম কে গ্রেফতার করা হয়। বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এ অভিযান চালায় পুলিশ।

ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, গ্রেফতারকৃত আসামী মংএ থোয়াই প্রকাশ অংখই মার্মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন