লামায় ত্রি-হুইলার সিএনজি, অটোরিক্সা ও মাহিন্দ্রা মালিক সমবায় সমিতি লিমিটেড’র নব নির্বাচিত তিন উপদেষ্টাকে সংবর্ধণা
বান্দরবান জেলার লামা উপজেলা ত্রি-হুইলার সিএনজি, অটোরিক্সা ও মাহিন্দ্রা মালিক সমবায় সমিতি লিমিটেডের নব নির্বাচিত তিন উপদেষ্টাকে সংবর্ধণা দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে সমিতির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সোলতান আকবর মোমিন, উপদেষ্ঠা নুরুল আবছার ও মুজিবুর রহমান মিলনকে এ সংবধর্ণা দেওয়া হয়।
এ উপলক্ষে সমিতির চেয়ারম্যান পাড়াস্থ কার্যালয়ে আয়োজিত সংবধর্ণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু তাহের মিয়া। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাধন বড়ুয়ার সভাপতিত্বে সংবর্ধণায় অন্যদের মধ্যে পৌর শহর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, ত্রি-হুইলার সিএনজি, অটোরিক্সা ও মাহিন্দ্রা মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও ক্যাশিয়ার এমরান হোসেন. ত্রি-হুইলার সিএনজি, অটোরিক্সা ও মাহিন্দ্রা শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. নবী, সাধারণ সম্পাদক আবদুল ওহাব ও ক্যাশিয়ার আশ্রাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।