বান্দরবান জেলার উপজেলায় নিজ ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে ফের বন্যহাতির আক্রমণে নুরুল আবছার (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার দিনগত রাত ৮টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক নুরুল আবছার হারগাজা এলাকার বাসিন্দা মো. ইসলামের ছেলে।
সূত্র জানায়, প্রতিদিনের মত শনিবার সন্ধ্যার দিকে নুরুল আবছার বাড়ির পাশে ধান ক্ষেত পাহারা দিতে যান। এক পর্যায়ে ধান ক্ষেতে বন্যহাতি হানা দিলে তাড়াতে গিয়ে কবলে পড়ে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুল আবছার। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় নুরুল আবছারের লাশ উদ্ধার করেন স্বজনেরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, কারো কোন অভিযোগ না থাকায় নুরুল আবছারের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করার পাশাপাশি এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল বলেন, গহীন পাহাড়ে খাদ্য সংকট দেখা দেওয়ায় লোকালয়ে হানা দিচ্ছে বন্যহাতি। নিহত নুরুল আবছারের ওয়ারিশদের বন বিভাগের বিধি মোতাবেক ক্ষতি পূরণ দেয়া হবে বলেও জানান তিনি।