বান্দরবান জেলার লামা উপজেলার উপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ আগস্ট) সকালে নদীর ছাগল খাইয়া এলাকার রাজারকুম থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অজ্ঞাত লাশের শরীরে নীল রংয়ের জিন্স প্যান্ট ও গায়ে টিশার্ট ছিল। বয়স আনুমানিক ৩০ এর মধ্যে হবে।
স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নদীতে গোসল করতে গিয়ে স্থানীয় আবুল হোসেন নামের এক ব্যক্তি লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি।
আরো জানা যায় লাশটি সম্ভবত আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বা শিবাতলী পাড়ার কারো হতে পারে। শরীর ফুলে যাওয়ায় ভালো করে চেনা যাচ্ছেনা।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর মর্গে পাঠানো হয়েছে। পানিতে কয়েকদিন থাকার কারণে লাশটি পঁচে ফুলে গেছে।