লামায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরি নদীতে ডুবে নিখোঁজ হওয়া পর্যটক সোহানের (২৭) লাশ উদ্ধার হয়েছে। সোহান ঢাকা জেলার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার বাসিন্দা আবু হান্নান সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মো. সোহান ও তার বন্ধু মো. শাকিল ঢাকা থেকে গত বৃহস্পতিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাথর এলাকাস্থ হোয়াইট পিক স্টেশন রিসোর্টে উঠেন। পরে দুপুর দেড়টার দিকে তারা উভয়ে রিসোর্টের পাশের মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় শাকিল গোসল সেরে কূলে উঠতে পারলেও নদীর পানির স্রোতের টানে ডুবে যায় সোহান। নিখোঁজের ২২ ঘন্টা পরে টানা অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম শুক্রবার সকাল ১১টায় ঘটনাস্থল থেকে প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করে।

NewsDetails_03

এসময় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি তোফাজ্জল হোসেন, নিহতের স্বজন ও লামা পর্যটন মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র লামা স্টেশন সাব অফিসার মো. আব্দুল্লাহ জানান, মাতামুহুরী নদীতে পর্যটক সোহান এর লাশ শুক্রবার সকাল ১১ উদ্ধার করা হয়েছে, আইনি পক্রিয়া শেষ পুলিশ লাশ পরিবারকে বুঝিয়ে দিবে।

আরও পড়ুন