লামায় পাহাড় কাটার দায়ে ২ ইটভাটা মালিককে জরিমানা

পাহাড় কাটার দায়ে বান্দরবান জেলার লামা উপজেলায় দুই ইটভাটা মালিককে ৪ লাক টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার দুর্গম পাহাড়ি ফাইতং ইউনিয়নের লম্বাশিয়া পাড়ার এফএসি ব্রিকস ও গজালিয়া ইউনিয়নের টিএমবি ব্রিকস মালিককে পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

NewsDetails_03

এ সময় পানি মেরে ভাটা ধ্বংস করে দেওয়া হয়। বান্দরবান পরিবেশ অধিদপ্তর, লামা বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ থানা পুলিশে অভিযানে সহযোগিতা করেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৫(১), ৫(২) ও ৫(৩) ধারা অনুযায়ী এ জরিমানা করা হয় বলে জানান, ভ্রাম্যমান আদালতের বিচারক রপায়ন দেব।

তিনি বলেন, অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহার থেকে বিরত থাকার জন্য ভাটা মালিকদের সতর্কও করা হয়েছে।

আরও পড়ুন