লামায় বন্দুক’সহ যুবক আটক

বান্দরবানের লামা উপজেলায় দেশীয় তৈরি বন্দুক সহ মাংলাও মারমা (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী।

আজ বুধবার দুপুরের দিকে লামা-চকরিয়া সড়কের ইয়াংছা তল্লাশী কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মাংলাও মারমা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরঘাটা এলাকার বাসিন্দা কেওয়াই মারমার ছেলে।

NewsDetails_03

সূত্র জানায়, বুধবার বেলা ২টার দিকে এক ব্যক্তি বন্দুক নিয়ে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা চেকপোস্টের সামনের দিয়ে যাচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ জামিল হোসেন চেকপোস্টে কর্মরত পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের সহযোগিতায় মাংলাও মারমাকে আটক করেন। পরে তার হাত থেকে বস্তা মোড়ানো একটি বন্দুক উদ্ধার করেন পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারী পুলিশ ক্যাম্প ইনচার্জ জামিল হোসেন আটক মাংলাও মারমার বরাত দিয়ে বলেন, অজ্ঞাত আসামীরা পাঁচ হাজার টাকার চুক্তির বিনিময়ে এক নালা দেশীয় বন্দুকটি অজ্ঞাত কোনো এক স্থানে পৌঁছে দেওয়ার জন্য মাংলাও মারমাকে ভাড়া করেন। কারা ভাড়া করেছেন, সেটি জানার চেষ্টা করছেন পুলিশ।

এ বিষয়ে লামা থানা পুিলশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, এ ঘটনায় আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন