সম্প্রতি বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের ঘরে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন বান্দরবান জেলার লামা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিংপ্রু জেরীর পক্ষে পৌরসভা এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ উদ্ভোধন করা হয়।
খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, তেল ও পেঁয়াজ। এ সময় পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু মং মার্মা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মনিরুল ইসলাম তুহিন, পৌর ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল্ নোমান, সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. সুমন ও সদস্য সচিব মো. সরোয়ার হোসেন, যুব নেতা মো. আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণ উদ্ভোধনকালে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, স্মরণকালের ভয়াবহ পাহাড়ি ঢল ও পাহাড় ধসে লামা উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এই কঠিন সময়ে সরকারের নামমাত্র ত্রাণ তৎপরতায় লামাবাসী উদ্বিগ্ন। ত্ইা জনগণের দল হিসেবে এই দুর্যোগে বিএনপি জনগণের পাশে আছে ও থাকবে। দেশের বিত্তবান, সংগঠন. দল ও বিভিন্ন বেসরকারী সংস্থাকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবানও জানান থোয়াইনু অং চৌধুরী।