বান্দরবানের লামা পৌরসভায় বাসার বাথরুমের বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম রাইসা মনি (১৮ মাস) । রাইসা লামা পৌরসভার লামামুখ গ্রামের যুবলীগ নেতা রফিক সরকারের মেয়ে।
আজ সোমবার (২৮ আগস্ট) বেলা ১১টার সময় পৌরসভার ৬ নং ওয়ার্ড লামামুখ এলাকায় এই ঘটনা ঘটে।

শিশুটির বাবা রফিক সরকার বলেন, রাইসার মা রান্না ঘরে কাজ করছিলেন, এসময় সবার অগোচরে রাইসা বাথরুমের পানি ভরা বালতিতে পড়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এই বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ বলেন, শিশুটির পরিবারের অভিযোগ না থাকায় লাশ পারিবারিক ভাবে দাফনের জন্য বলা হয়েছে।