লামায় বিএনপি’র ঈদ পুর্ণমিলনী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) বান্দরবান জেলার লামা উপজেলা ও পৌর শহর শাখা সহ সহযোগি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুর্ণমিলনী।

লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজ মিলনায়তনে গত বৃহস্পতিবার বিকেলে বান্দরবান জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মো. আমির হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুর্ণমিলনীতে জেলা বিএনপি’র আহবায়ক সাচিংপ্রু জেরী প্রধান অতিথি ছিলেন।

NewsDetails_03

এতে জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মশিউর রহমান মিটন ও থোয়াইনু অং চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি ইয়াসিনুল হক চৌধুরী রিপন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হায়দার বাবলু বিশেষ অতিথি ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী জোসনা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম, সিনিয়র যুগ্ন আহবায়ক থোয়াইচা মং মার্মা ও সদস্য সচিব আমির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিক ও সদস্য সচিব সিরাজুল ইসলাম, পৌর কৃষক দলের আহবায়ক মাহামুদুল হাসান ইদ্রিস ও সদস্য সচিব ফরহাদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন