লামায় বিয়ের ১৯ দিনের মাথায় নববধূর আত্মহত্যা

বান্দরবান জেলার লামা উপজেলায় বিয়ের ১৯ দিনের মাথায় গলায় ফাঁস লাগিয়ে খাতিজা আক্তার (১৯) নামের এক নববধূ আত্মহত্যা করেছে।

আজ শুক্রবার (২১ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার ফাইতং ইউনিয়নের ৫নং ওয়ার্ড খেদারবান পাড়ায় ঘটনাটি ঘটে। খাতিজা আক্তার খেদারবান পাড়ার বাসিন্দা মো. ইব্রাহিমের মেয়ে।

NewsDetails_03

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাইতং ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য জুবাইরুল ইসলাম জানান, গলায় ফাঁস লাগিয়ে ঘরের ভিমের ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন উদ্ধারের পর স্থানীয় পল্লী চিকিৎসক মিজানুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, খাতিজা আক্তার গত বুধবার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যান। এক পর্যায়ে শুক্রবার বিকাল ৫ টার দিকে আত্নহত্যা করেন। তবে কেন গলায় ফাঁস লাগিয়ে খতিজা আক্তার আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, প্রাথমিক সূরতহাল শেষে খতিজা আক্তারের লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি বলে জানান এ কর্মকর্তা।

আরও পড়ুন