পারিবারিক কলহের জের ধরে বান্দরবান জেলার লামা উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে মায়মুনা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
গত বুধবার দিনগত রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের নয়াপাড়াস্থ মোহাম্মদ আলীর বাড়িতে ঘটনাটি ঘটে। মৃত মায়মুনা আক্তার নয়াপাড়ার বাসিন্দা নুরুল আমিনের স্ত্রী।

সূত্র জানায়, মায়মুনার বাড়ি শেরপুর জেলায়। গত ৫ মাস আাগে মায়মুনা আক্তার নুরুল আমিনের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এ সুবাধে এক সপ্তাহ আগে নয়াপাড়ায় স্বামীর বাড়িতে যান। এক পর্যায়ে প্রতিবেশীরা বুধবার রাত ৮টার দিকে ঘরের ভিতর ভীমের সাথে মায়মুনা আক্তারের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর খবর দেন। ঘটনার সময় ওই বাড়িতে অন্য কোন লোকজন ছিল না, ঘরের দরজাও বন্ধ ছিল বলে জানান স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, মায়মুনা আক্তারের লাশ উদ্ধার করে প্রাথমিক সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে মায়মুনা আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।