লামায় ম্রো জনগোষ্ঠির মানোন্নয়নে ছাত্রাবাস নির্মাণ করছে উন্নয়ন বোর্ড

অবশেষে পার্বত্য এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তথা দূর্গম পাহাড়ে বসবাসরত ম্রো শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে ১ কোটি টাকা ব্যয়ে বান্দরবান জেলার লামা পৌরসভার নিজস্ব জায়গায় নির্মিত হচ্ছে দোতলা বিশিষ্ট ‘ম্রো ছাত্রাবাস’। বাংলাদেশ সেনাবাহিনীর সুপারিশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহযোগিতায় ছাত্রাবাসটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

আজ সোমবার দুপুরে এ ছাত্রবাস নির্মাণ কাজের উদ্ভোধন করেন, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ত্রিদিব কুমার ত্রিপুরা, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. বশির মিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শাহীন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান ব্রিগেড ও আলীকদম জোন কাজটি তদারকি করছেন বলে জানান, উপ-সহকারী প্রকৌশলী ত্রিদিব কুমার ত্রিপুরা।

NewsDetails_03

তিনি বলেন, ছাত্রাবাসের নীচ তলায় থাকছে অফিস কক্ষ ও হলরুম, দ্বিতীয় তলায় ছাত্রদের জন্য আবাসিক ব্যবস্থা। তিনি আরও বলেন, ২০২৪ সালের জুন মাসের মধ্যে কাজ শেষে ছাত্রাবাস ভবনটি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা যাবে। এতে পড়ালেখায় এগিয়ে যাতে পারবে দুর্গম পাহাড়ি এলাকার ম্রো শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৯ জুলাই ছাত্রাবাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক।

আরও পড়ুন