লামায় রাবার বাগান ম্যানেজারকে অপহরণ : ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

বান্দরবানের লামা উপজেলায় হাসমত আলী প্রকাশ মো. রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে অপহরণ করেছে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা।

উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি মেরাইত্তাস্থল হিলটপ এগ্রো রাবার বাগান থেকে শনিবার ভোর ৪টার দিকে তাকে অপহরণ করা হয়। বাগান মালিক নুরুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার পর অপহৃত রফিকুল ইসলামের মুঠোফোন থেকে সকাল ৬টার দিকে আমার মুঠোফোনে রিং দিয়ে মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা। অপহৃত রফিকুল ইসলাম চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার আশিয়া মল্ল পাড়ার বাসিন্দা আব্দুর সবুরের ছেলে। দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম হিলটপ এগ্রো রাবার বাগান ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

NewsDetails_03

আজ রবিবার দুপুরে পর্যন্ত অপহৃতকে উদ্ধার সম্ভব হয়নি বলে জানান, বাগান মালিক নুরুল আকতার।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, অপহৃত রফিকুল ইসলামকে উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।

এর আগেও একই এলাকা থেকে লামা রাবারের সুপার ভাইজারকে অপহরণ করে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় সশস্ত্র সন্ত্রাসীরা।

আরও পড়ুন