লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোহাম্মদ ইব্রাহীম।

NewsDetails_03

পরে উপজেলা কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বান্দরবান জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।

উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আমির হোসেন ও পৌর শাখা কৃষক দলের সদস্য সচিব মো. ফরহাদুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি জোসনা বেগম, বান্দরবান জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. হারুণ, লামা পৌরসভা শাখা কৃষক দলের আহবায়ক মাহমুদুল হাসান ইদ্রিস, উপজেলা মটর চালক দলের সভাপতি মো. জাফর, উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য সচিব আমির হোসেন বিশেষ অতিথি ছিলেন। দোয়া মাহফিলে দলের দুই শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, জিয়াউর রহমানের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে বাংলাদেশে এক নতুন কৃষি বিপ্লব সূচিত হয়েছিল, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।

আরও পড়ুন