লামায় সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন
সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও ‘হিসাবটা টাকার নয়, হিসাবটা সম্মানের’ -এই শ্লোগানে ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে ১০তম গ্রেড প্রদানের ১ দফা বাস্তবায়নের দাবী তুলে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ৪১১জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন। ‘প্রাথমিক শিক্ষক রাষ্ট্রের প্রাণ, দিতে হবে সম্মান’, ‘আমাদের অধিকার, আমাদের সচেতনতা’সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে এক দফা, এক দাবি ১০ম গ্রেড দিতে হবে জানিয়ে মানববন্ধনে অংশ নেন এসব শিক্ষকরা। ১০ম গ্রেড শিক্ষকদের ন্যয্য অধিকার সম্মতি প্রদান করে মানববন্ধনে বক্তব্য রাখেন-আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া আহমেদ, লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, সহকারী শিক্ষক এসএম মিজবা উল করিম মুকুল, আকরাম হোসেন জুয়েল, আজগর হোসাইন, কোহিনুর আক্তার, মিমি চাইন ও ফয়সাল নেওয়াজ প্রমুূখ।
এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য দেন- সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক মাহাবুবুর রহমান। সহকারী শিক্ষক রুপনম দেওয়ানজীর উপস্থাপনাায় অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষকরা বলেন, প্রাথমিক বিদ্যালয়েরে শিক্ষকরা কোমলমতি শিক্ষাথীদের উন্নত জীবনের স্বপ্নদর্শনে উদ্বুদ্ধ করেন। শিক্ষা ক্ষেত্রে ভিত্তি স্থাপনে কাজ করে প্রাথমিকের শিক্ষকরা। অথচ প্রাথমিকের শিক্ষকরা সকল ক্ষেত্রে অবহেলিত। প্রাথমিক স্তরে মেধাবীদের আনতে হলে ১০ম গ্রেড বাস্তবায়ন করা জরুরি।
প্রসঙ্গত, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড থেকে উন্নিত করে ১২তম গ্রেড বাস্তবায়নের একটি প্রস্তাবনা পেশ করা হয়। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেশ কয়েক বছর আগে থেকেই তাদের জন্য ১০ম গ্রেড বাস্তায়নের দাবী জানিয়ে আসছিলেন। এর আগে গত ২২ সেপ্টেম্বর বেলা ১১টার দিকেও উপজেলার সব কটি বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা নিজ নিজ বিদ্যালয় প্রাঙ্গনে এ দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছেন।
মানববন্ধনের সত্যতা নিশ্চিত করে নুনারবিল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকরাম হোসেন জুয়েল জানায়, ১০ম গ্রেড বাস্তবায়ন দাবী নয়, আমাদের অধিকার। এ অধিকার বাস্তবায়নের জন্য শনিবার মানববন্ধনের পর রবিবার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্ঠা বরাবরে স্মারক লিপি প্রদান করা হবে।
এ বিষয়ে লামা উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস বলেন, উপজেলার সব ক’টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের ন্যয্য দাবী ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী তুলে মানববন্ধন করেছেন বলে শুনেছি।