লামায় হাতির আক্রমণে নিহত ১

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় বন‌্য হাতির আক্রমণে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম আকতার হোসেন (৩৮)।

গত রবিবার (৭ মে) রাত আড়াইটার দিকে লামার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের কুমারির চাককাটা এলাকায় এ ঘটনা ঘটে। আকতার কুমারির চাককাটা এলাকার মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে।

NewsDetails_03

স্থানীয়রা জানান, নিজের জমির পাকা ধান কেটে শুকাতে দি‌য়ে‌ছি‌লেন আকতার। রাতে উঠানে বন‌্য হাতির উপস্থিতি টের পেয়ে ঘর থেকে লাইট নিয়ে বের হলে হাতির দল তা‌কে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত‌্যু হয়।

জেলার লামাসহ কয়েকটি উপজেলায় খাদ্য সংকটের কারনে বন্য হাতি লোকালয়ে চলে আসে এবং আক্রমন করে, যার ফলে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে , এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন