লামায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভায় বীর বাহাদুর উশৈসিং এমপি

বান্দরবান জেলার লামা উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।

এতে উপজেলা পরিষদের দ্বিতীয় বারের মত নির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সহকারি পুলিশ সুপার মো. আনোয়ার হোাসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রদীপ কান্তি দাশ ও সোলতানা নাজমা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

NewsDetails_03

সভায় চেয়ারম্যান প্যানেল গঠন, হস্তান্তরিত ১৭টি উপজেলা পরিষদ কমিটি গঠন, বিভিন্ন দপ্তরের নতুন নতুন পরিপত্র/নীতিমালা, উপজেলা পরিষদের কর্মচারী সিপিএফ হিসাব খোলা, উপজেলা পরিষদের জন্য মালি নিয়োগসহ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে আলোচনা হয়। সভার শুরুতে বীর বাহাদুর উশৈসিং এমপি নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিযে বরণ করে নেন।

পরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ১০ লাখ ৫ হাজার ৫৮৭ টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন কৃষক সমবায় সমিতির মাঝে ধান কাটার ৫টি মেশিন তুলে দেন সভার প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি।

আরও পড়ুন