এবার বান্দরবানের লামা উপজেলা থেকে ৬ শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার ভোরে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি বমুখালের আগার কমলা বাগান থেকে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃতরা হেলাল সওদাগরের বাগনে গাছ কাটার কাজে নিয়োজিত ছিল। তাৎক্ষণিকভাবে অপহৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি। পাহাড়ি সংগঠন জেএসএস এর একটি সশস্ত্র গ্রুপ শ্রমিকদের অপহরণ করে বলে জানা গেছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শ্রমিক অপহরণের খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ অপহৃতদের উদ্ধার অভিযানে নেমেছে।

সূত্র জানায়, পাহাড়ি একটি সন্ত্রাসী গ্রুপ গত দুই মাস ধরে উপজেলার সরই, গজালিয়া, লামা সদর ইউনিয়ন ও বান্দরবান সদর উপজেলা টংকাবতী এলাকায় চাঁদাবাজি, অপহরণসহ নানা অপকর্ম করে আসছে। এ ধারাবাহিকতায় রবিবার ভোর ৫টার দিকে ৬ শ্রমিককে বাগানের ঘর থেকে তুলে নিয়ে যায়। বাগানের মালিক হেলাল সওদাগর জানায়, রবিবার ভোরে সন্ত্রাসীরা আমার ৬ শ্রমিককে নিয়ে গেছে। তবে এখনো মুক্তিপন দাবী করেনি।
এর আগে লামা রাবার বাগানের এক শ্রমিক, এর দুইদিন পর হিলটপ এগ্রো লিমিটেডর বাগান ম্যানেজার মো. রফিকুল ইসলামকে অপহরণের কয়েকদিন পর বমুখাল এলাকা থেকে সন্ত্রাসীরা ৭ তামাক শ্রমিককে অপহরণ করে। পরে মুক্তিপন ও পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযানের মুখে অপহৃতদের ছেডে দেয়। একের পর এক অপহরণের ঘটনায় রাবার, তামাক, গাছ, বাঁশ শ্রমিক সহ স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে বলে জানান গজালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উসাচিং মারমা। ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকা। সেখানে নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত পাচ্ছেন না বলেও জানান তিনি।