লামার ইয়াংছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হামিদ, সাধারন সম্পাদক রাসেদুল

NewsDetails_01

নতুন কমিটি
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবদুল হামিদ ও সাধারন সম্পাদক রাসেদুল হাছান নির্বাচিত হয়েছে।
ইয়াংছা বাজারস্থ অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আবদুল হামিদ, সহ-সভাপতি পদে দুদু মিয়া, সাধারন সম্পাদক পদে মো. রাসেদুল হাছান রাসেল, ক্যাশিয়ার পদে সাইফুল ইসলাম রুবেল, সদস্য পদে মো. ইলিয়াছ, মনির কর ও কফিল উদ্দিন নির্বাচিত হয়।
বাজারের ১৬১জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ১৩৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ডা. এহেছান, নাজমুল ইসলাম ও কামরুল ইসলাম।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাবেদ মীরজাদা প্রিজাইডিং অফিসার ও অংহ্লারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজেম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন এবং সমবায় অধিদপ্তরের সহকারি পরিদর্শক রহিম উদ্দিন সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৪ এপ্রিল ইয়াংছা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড সমবায় অধিদপ্তর থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়। ভোট গণনার পর ফলাফল ঘোষনা করেন, নির্বাচন কমিশনার ডা. এহেছান।
লামা উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাবেদ মীরজাদা বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপুর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচিত নতুন কমিটি আগামী ৩ বছর দায়িত্বপালন করবেন।

আরও পড়ুন