লামার গজালিয়া ইউনিয়ন বিএনপি’র সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় সচেতনতামূলক জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

NewsDetails_03

আজ সোমবার বিকালে উপজেলার গজালিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গজালিয়া বাজার মাঠে অনুষ্ঠিত সমােেবশে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মাম্যাচিং প্রধান অতিথি ছিলেন।

ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শমসের গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব জাবেদ রেজা, উপজেলা বিএনপি’র সভাপতি আবদুর রব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাভোকেট জাহাঙ্গীর আলম ও যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, পৌরসভা বিএনপির আহবায়ক মো. সাইফুদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী কোম্পানী। এতে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাফায়েত হোসেন রাসেল ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব ইয়াছিন আরাফাত বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন