বান্দরবানের লামা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি, প্রয়াত রাজনীতিবীদ মোহাম্মদ ইসমাইলের কুলখানী অনুষ্ঠিত হয়েছে। লামা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের কুলখানীর আয়োজন করে মরহুমের পরিবারবর্গ।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে কোরআন খতমের পর দোয়া মাহফিলে জেলা উপজেলার হাজার হাজার দলীয় নেতাকর্মী, আলেম, রাজনীতিক ও বিভিন্ন পেশাজীবির নারী পুরুষ অংশ নেন। এতে সদ্য প্রয়াত প্রাণপ্রিয় নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন তারা। এরপর পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি অনুষ্ঠিত মেজবান পরিদর্শন করেন।
এ সময় আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লে.কর্ণেল সাইফ শামীম পিএসসি, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী, মরহুমের ভাই ওসমান গনি বাদশা, মো. নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯৯২ সালে প্রথমবারের মত বিপুল ভোটে লামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ ইসমাইল। এরপর এ গুনি মানুষটি ২০০২ সালে পৌরসভার ১ম পরিষদের প্রথম মেয়র এবং ২০০৮ সালে ৩য় উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। জীবিত থাকাকালীণ সময়ে উপজেলায় অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ক্যাং, গির্জা, রাস্তা ঘাট, কালভার্টসহ ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়নে অবদান রেখেছেন মোহাম্মদ ইসমাইল। গত ১৫ ফেব্রুয়ারি শুক্রবার রাতে নির্বাচনী প্রস্তুতিমুলক সভা শেষে হৃদ রোগে আক্রান্ত হলে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মত্যু বরণ করেন তিনি।