বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে শহীদ ও সাধারণ সম্পাদক পদে শাখাওয়াত নির্বাচিত হয়েছে। রবিবার বিকালে লামার দরদরী বড়ুয়া পাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর।
আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক লক্ষীপদ দাশ এবং পিলিপ ত্রিপুরা, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা যুগ্ন-সাধারন সম্পাদক বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক ছাচিংপ্রু মার্মা, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক থুইনু মং মার্মা বিশেষ অতিথি ছিলেন।
সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে মোহাম্মদ শহীদ, সাধারন সম্পাদক পদে শাখাওয়াতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে বাছিত হোসেন ও মিজানুর রহমান লিটন নির্বাচিত হয়। পরে নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে ৬৫ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন উপজেলা নেতৃবৃন্দরা। সম্মেলনে তৃণমূল পর্যায়ের দেড় শতাধিক নারী নেতা কর্মী অংশগ্রহন করেন।