২০১৭ সালে নুরুল আলম (সাবেক মেম্বার) সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এর কিছুদিন পর তিনি সড়ক দূর্ঘটনা জনিত কারণে অসুস্থ হয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে নিতে অক্ষম হয়ে পড়েন। এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতায় গতি আনয়নের জন্য গত ১৩ জুলাই উপজেলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই ইউনিয়নের প্রবীন আওয়ামী লীগ নেতা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো: ইদ্রিছ কোম্পানীকে সভাপতির পুর্ণ দায়িত্বভার অর্পনের সিদ্ধান্ত নেয়া হয়।
ইদ্রিছ কোম্পানীকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিয়োগ করায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংগঠনিক কার্যক্রম জোরদার হওয়ার আশাবাদ ব্যাক্ত করে দলীয় নেতৃবৃন্দরা জানান, ইদ্রিছ কোম্পানী দায়িত্বশীল সাংগঠনিক দক্ষ ব্যাক্তি। তার নেতৃত্বে সরই ইউনিয়ন আওয়ামীলীগ আরো সু-সংগঠিত হবে। এ বিষয়ে সভাপতির দায়িত্ব প্রাপ্ত ইদ্রিছ কোম্পানী বলেন, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি তিনি জাতির জনক বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কণ্যা শেখ হাসিনার রাজনৈতিক নীতি আদর্শ’র প্রতি আনুগত্যতা থেকে দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতি করছেন। পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুরের নেতৃত্বে এই অঞ্চলে সরকার ব্যাপক উন্নয়ন করছেন। ফলশ্রুতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে স্থানীয়রা বিপুল সমর্থন দিয়ে বীর বাহাদুরকে সংসদ সদস্য করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মো. ইদ্রিছ কোম্পানীকে সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিযুক্ত করার সত্যতা লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল নিশ্চিত করেন।
1 মন্তব্য
আপনার মন্তব্য লিখুন
মুজিবিয় শুভেচ্ছা ও অভিনন্দন