লামায় আগুনে পুড়ে বিধবার বসতঘর ছাই

ফাইল ছবি
বান্দরবানের লামা উপজেলায় আগুন লেগে এক বিধবা নারীর কাঁচা বসতঘর সম্পূর্ণ ছাই হয়ে গেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি শীলেরতুয়া এলাকার মাস্টার পাড়ার বাসিন্দা মৃত আবদুর রবের স্ত্রী ফাতেমা বেগমের ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করা হয়েছে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে ফাতেমা বেগমের রান্না ঘরের চুলা থেকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালিযে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে রক্ষিত মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ফাতেমা বেগম বলেন, দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ঘরের মালামাল কোন ভাবেই রক্ষা করা সম্ভব হয়নি। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিধবা ফাতেমার বসতঘর আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করা হবে।

আরও পড়ুন