লামায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন

লামায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসের র‌্যালি
বান্দরবানের লামা উপজেলায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বিকালে বান্দরবান ক্লাস্টার পরিষদের উদ্যোগে ‘সুরক্ষিত ভবিষ্যত অন্বেষণে ক্রেডিট ইউনিয়ন’এ শ্লোগানকে মূল সুর করে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাল্ব কার্যালয় মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
বান্দরবান ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র মো.জহিরুল ইসলাম। বান্দরবান ক্লাস্টার পরিষদের সেক্রেটারী জাহেদ সরোয়ারের সঞ্চালনায় এতে কাল্ব লিমিটেডের ট্রেজারার এম জয়নাল আবেদীন, কাল্ব লিমিটেডের ডিরেক্টর (জ-অঞ্চল) নুর মোহাম্মদ,কক্সবাজার ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান আক্তার আহমদ, মৌচাক কো-অপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান আবদুর শুক্কুর, বমু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ তমিজ উদ্দিন, মাইজপাড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান এ.এম ইমতিয়াজ, মৌচাক ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারী মো. হানিফ, রুপসীপাড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যন মো. ইছহাক, শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নাজেম উদ্দিন, বান্দরবান ক্লাস্টার পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন।
সভায় বক্তারা বলেন, বেসরকারী সংস্থায় ঋণগ্রস্ত হওয়ার চেয়ে, নিজেদের সঞ্চিত টাকা নিজেরা ব্যবহার করে নিজেদের স্বাবলম্বি করে তুলতে হবে। এ সময় উপজেলার কালব সদস্যভুক্ত সকল ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন