বান্দরবানের লামা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের ২০% বরাদ্দ থেকে সোলার প্যানেলের আলোয় আলোকিত হলো দুর্গম পাহাড়ি এলাকার ৪৬টি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান।
বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সোলার প্যানেল বিতরণ উদ্ভোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়ইচিং মারমা, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, সাংবাদিক মো. নুরুল করিম আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।