লামায় ইয়াবাসহ একজন আটক

NewsDetails_01

লামায় ইয়াবাসহ আটক হামিদা বেগম
বান্দরবানের লামা উপজেলায় ২৮০ পিস ইয়াবাসহ হামিদা বেগম (৪০) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। উপজেলার ইয়াংছা চেক পোস্ট পারও হওয়ার সময় তল্লাশী চালিয়ে তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা। আটক হামিদা বেগম টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার বাসিন্দা মোহাম্মদ ছলিমের স্ত্রী।
সূত্র জানায়, টেকনাফ পৌরসভা থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি মোটরসাইকেল যোগে ইয়াবার চালান লামায় উপজেলায় যাচ্ছিল; এমন সংবাদের ভিত্তিতে সড়কের ইয়াংছা পুলিশ চেক পোস্টে কর্মরত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ওই মোটর সাইকেলে তল্লাশী চালায়। এ সময় ২৮০ পিস ইয়াবাসহ হামিদা বেগমকে আটক করা হয়।
এ বিষয়ে শুক্রবার সকালে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন