বান্দরবানের লামা উপজেলায় ২৮০ পিস ইয়াবাসহ হামিদা বেগম (৪০) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। উপজেলার ইয়াংছা চেক পোস্ট পারও হওয়ার সময় তল্লাশী চালিয়ে তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা। আটক হামিদা বেগম টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার বাসিন্দা মোহাম্মদ ছলিমের স্ত্রী।
সূত্র জানায়, টেকনাফ পৌরসভা থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি মোটরসাইকেল যোগে ইয়াবার চালান লামায় উপজেলায় যাচ্ছিল; এমন সংবাদের ভিত্তিতে সড়কের ইয়াংছা পুলিশ চেক পোস্টে কর্মরত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ওই মোটর সাইকেলে তল্লাশী চালায়। এ সময় ২৮০ পিস ইয়াবাসহ হামিদা বেগমকে আটক করা হয়।
এ বিষয়ে শুক্রবার সকালে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।