লামায় ইয়াবাসহ দুই যুবক আটক

লামার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আক্তার উদ্দিন ওরফে তপন মাষ্টারের ছেলে মেহেদি হাসান ফাহিমসহ অন্যজন
বান্দরবানের লামা উপজেলায় ২৮পিচ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে লামা বাজারের হোটেল সি হীল সংলগ্ন সড়ক থেকে হাতেনাতে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটকরা হলো, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের বাসিন্দা মৃত জসিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (১৯) ও পৌরসভা এলাকার চাম্পাতলী গ্রামের বাসিন্দা, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আক্তার উদ্দিন ওরফে তপন মাষ্টারের ছেলে মেহেদি হাসান ফাহিম (১৬)। এসময় লামা বাজার পাড়ার বাসিন্দা আব্দুল গফুর এর ছেলে হাবিব (১৮) নামে একজন পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, মোটর সাইকেল করে তিন যুবক লামা বাজার হতে গজালিয়া বাস স্টেশনে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ হোটেল সী হীলের সামনের সড়কে তাদের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে ২৮পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ইয়াবাসহ দুই যুবক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন